
মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ আগস্ট)বাংলাদেশ ছাত্রলীগ হোসেনপুর উপজেলা শাখার আয়োজনে আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোখলেস,
সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শুভ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম ,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম কম,পৌর মেয়র কাইয়ূম খোকন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন,সম্পাদক ফয়েজ উমান খান।এ ছাড়াও বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দের পাশাপাশি ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
হোসেনপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এর যুগ্ন আহবায়ক নাহিদ হাসান জিকোসহ
ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ অসংখ্য নেতা-কর্মীদের নিয়ে শোক র্যালির স্লোগানে স্লোগানে উপস্থিত হয়।
Leave a Reply