কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবের চর গ্রামের হাজীবাড়ী জামে মসজিদে ভিন্ন ধর্মী এক কৌশলে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে
কিশোর/যুবকদের নামাজের প্রতি আগ্রহ বাড়াচ্ছেন অত্র মসজিদের ইমাম ক্বারী মোহাম্মদ মোবারক হোসেন।
স্থানীয় যুবক আব্দুল ওয়াদুদ,হক মিয়া সূত্রে জানা যায়, নামাজে প্রতি কিশোর/তরুনদের উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন
হাজীবাড়ী জামে মসজিদের ইমাম।নামাজ শেষে প্রথমে মুসল্লিদের সাথে ইসলামিক আলোচনা করেন এবং ঐ আলোচনা থেকে প্রশ্ন করেন, সঠিক উত্তরদাতা বিজয়ীর হাতে তুলে দেন উপহার ধর্মীও শিক্ষা ও আমলের বই। রমজানের শুরু থেকে চালিয়ে যাচ্ছেন এ কার্যক্রম।এ কার্যক্রমে মসজিদ কমিটিসহ এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।এতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে নামাজীর সংখ্যা।
সাংবাদিক এস এম মিজানুর রহমান মামুন বলেন,আমার প্রতিবেশি গ্রামের উক্ত মসজিদে এ মহতী কার্যক্রম আমি শুনেছি ধর্মপ্রাণ ইসলাম কিশোর ও যুবকদের মাঝে তরান্বিত করতে এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ।মানুষ যত ধর্ম ভীরু হবে ততই সমাজ কিম্বা দেশ থেকে অসংগতি কমে যাবে।প্রতিটি সমাজে এমন উদ্যোগ গ্রহন করলে অচিরেই পাল্টে যাবে প্রতিটি সমাজ।বাড়বে ধর্মভীরুতা।
ক্বারী মোহাম্মদ মোবারক হোসেন (ইমাম) জানান,এ কুইজের মাধ্যমে ব্যাপক হারে নামাজের দিকে, ধর্ম চর্চার দিকে কিশোর যুবকরা আগ্রহ পাচ্ছে।আমি এ কার্যক্রম রমজান পরবর্তীতেও অব্যাহত রাখবো।যাতে রোজার মাসকে উসিলা করেই স্থায়ী ভাবে নামাজীর সংখ্যা বৃদ্ধি পায়।
এ সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার হোসেনপুর উপজেলার পরিচালক ক্বারী আব্দুস সাত্তার বলেন,ইমাম সাহেব আমার সাথে বিষয়টা আলোচনা করলে তাকে পূর্ণ উৎসাহ যোগাচ্ছি আমি।যুবক ও কিশোররা পূর্ণ নামাজী হলে প্রতিটি সমাজ এগিয়ে যাবে প্রগতির দিকে।ইসলামের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। এটা অত্যন্ত ভালো উদ্যোগ।
Leave a Reply