কবিঃ-কুতুব উদ্দিন আহমেদ(চন্দন)
মন কেন করো বাহাদুরী
কেন করো ছলছাতুরী,
সুতায় টান পড়িলে
উড়ে যাবে রং এর ঘুড়ি।
মন কেন করো পরহিংসা
কেন করো পর ধনে লোভ,
কোন দিন জানি এসে যাবে মরন
পরে রবে সব আয়োজন।
মন মিছে মায়ার টানে
কেন গড়ো অট্রালিকা,
তুমি চলে গেলে
শূন্য হবে ঘর, হবে সব ফাঁকা।
মন কেন করো ক্ষমতা দম্ভ
কেন করো ক্ষমতার বড়াই,
আজ আছ কাল নাই
বেঁচে থাকার সাহস তো নাই।
মন কেন করো ধান্দাবাজী
কেন করো বাটপারী,
এই জীবনটা চলে গেলে
সাঙ্গ হবে সব ঝারিঝুরি।
(কবি পরিচিতি:-একজন পিবিআই কর্মকর্তা।
নামঃ-কুতুব উদ্দিন আহমেদ (চন্দন)।
পিতাঃ-মরহুম সিদ্দিক হোসেন।
পৈতৃক নিবাস-গ্রামঃ-সাহেবেরচর।
উপজেলা -হোসেনপুর,জেলা-কিশোরগঞ্জ।)
Leave a Reply