কবিতাঃ-
“পরাজয়ের তাড়না
কবিঃ-কুতুব উদ্দিন আহমেদ(চন্দন)
দেখেছ কি পরাজয়?
মৃত্যুর কাছে জীবনের,
টাকার কাছে বিবেকের,
সময়ের কাছে যৌবনের,
অহংকার দম্ভ পতনের ৷
দেখেছ কি পরাজয়?
মিথ্যার কাছে সত্যের,
বিবেকের কাছে মনোসত্ত্বের,
মানবতার কাছে সভ্যতার
লোভের কাছে ব্যক্তিত্বের ৷
দেখেছ কি পরাজয়?
সবলের কাছে দুর্বলের,
অভিমানের কাছে প্রেমের,
প্রতিহিংসার কাছে আবেগের,
অতীতের কাছে বর্তমানের।
এসো হই হুস, না করি দোষ,
না চলি আবেগে
বিবেক করি জাগ্রত
চলি বিবেকের ধ্যানে
পরাজয়ের গ্লানি,
আর না যাতে শুনি ৷৷
(কবি পরিচিতি:-একজন পিবিআই কর্মকর্তা।
নামঃ-কুতুব উদ্দিন আহমেদ (চন্দন)।
পিতাঃ-মরহুম সিদ্দিক হোসেন।
পৈতৃক নিবাস-গ্রামঃ-সাহেবেরচর।
উপজেলা -হোসেনপুর,জেলা-কিশোরগঞ্জ।)
Leave a Reply