শাহ ইসমাইল:
গতকাল ১৬ জুলাই বৃহস্পিতিবার ২০২০ নিজের মতো করে দিনটি কাটালেও সন্ধ্যায় রাজধানীর বিজয় স্বরনীর অভিজাত হোটেেল THAI CHI এ এক জমকালো আয়োজনে রাত্রের বর্ণিল সাজে সারা বাংলার বন্ধুদের নিয়ে জন্মদিন উদযাপন করেন।সারা বাংলার ৯১(SSS 91) বন্ধু গ্রুপের প্রতিষ্টাতা (SalmaZabunnesa) সেখানে বসেছিল সারা বাংলা ৯১ এর প্রিয় বন্ধুদের মিলন মেলা । রাত ৮টায় ওই অভিজাত হোটেলের হলরুমে শুরু হয় জন্মদিন উদযাপন।
জন্মদিনের অনুষ্ঠানে বন্ধু SalmaZabunnesa পরেছেন লাল রংয়ের জর্জেটের পোশাক, পোশাকের মাঝে ছড়িয়ে ছিলো দারুন নজরকাড়া কারুকার্য।
জন্মদিনে বন্ধু SalmaZabunnesa তার বক্তব্যে বলেন, জন্মদিনে আমি আমার প্রিয় মানুষদের নিয়ে বিশেষ এই দিনটি উদযাপন করতে আনন্দ পাই।আজকের এই দিনটির মতো হোক আগামীর প্রতিটি দিন, চলার পথ হোক আরো সুন্দর, আরো মধুময়, সবার কাছে আমার সামনের দিনগুলোর জন্য দোয়া চাই।
গোলাপী রংগের মোড়ানো কেক কাটা হয় সন্ধ্যা থেকে রাত ৯ ঘটিকা পর্যন্ত পুরোটা সময় হাসি আনন্দে মেতে ছিলেন প্রিয় বন্ধুদের সাথে । পাশাপাশি ব্যস্ত ছিলেন ফটোশুটে। রাত ৮ ঘটিকার সময় বন্ধুদের উপস্থিতিতে অনুষ্টানটটি আরও রঙিন হয়ে উঠে।
Leave a Reply